সিনহুয়া জানায়, করোনা মহামারি পরিস্থিতি পর্যালোচনার জন্য চলতি সপ্তাহের বৃহস্পতিবার সংস্থাটির জরুরি কমিটির বৈঠক আহ্বান করবেন বলে জানিয়েছেন টেড্রোস।
টেড্রোস বলেন, করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় গত ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে হিসেবে ৩০ জুলাই জরুরি অবস্থার ছয় মাস পূর্ণ হবে।
জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেন, এখন পর্যন্ত বিশ্বে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৪০ হাজার।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিবিধানের অধীনে ষষ্ঠবারের মতো বিশ্ব স্বাস্থ্য করোনাকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে এর মধ্যে কোভিড-১৯ হচ্ছে সবচেয়ে গুরুতর।’
পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে জানিয়ে ডব্লিউএইচও প্রধান বলেন, গত ছয় সপ্তাহে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।